ভুল বুঝে চলে যাও - যতো খুশি ব্যথা দাও | রিংকু | Lyrical
জেড নিউজ বিডি.কম রিপোর্টঃ
যদি ভুল বুঝে চলে যাও
যত খুশি ব্যাথা দাও
সব ব্যথা নিরবে সইবো বন্ধুরে
তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে
তোমার লেখা গান আমি গাইবো
যদি ভুল বুঝে চলে যাও
যত খুশি ব্যাথা দাও
সব ব্যথা নিরবে সইবো বন্ধুরে
তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে
তোমার লেখা গান আমি গাইবো
যদি ভুল বুঝে চলে যাও
যত খুশি ব্যাথা দাও
সব ব্যথা নিরবে সইবো বন্ধুরে
তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে
তোমার লেখা গান আমি গাইবো
মন গগনের ফুলো বনে
তুমি বনমালী
আমি তো সেদিন ছিলাম
প্রথম গানের কলি
মন গগনের ফুল বনে
তুমি বনমালী
আমি তো সেদিন ছিলাম
প্রথম গানের কলি
দু'টি বীণা একটি সুর
ভালোবাসা কি মধুর
তোমায় ছেড়ে যত দূরে রইব বন্ধুরে
তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে
তোমার লেখা গান আমি গাইবো
যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি
সেই গানের ছন্দে দিতাম
মুক্তা ঝরা হাসি
যে গানেরি বিনিময় ভালোবাসাবাসি
সেই গানের ছন্দে দিতাম
মুক্তা ঝরা হাসি
মিলন ও রজনী আজও তো ভুলিনি
বিরহের রাগিণী হয় বাচবো বন্ধুরে
তোমার লেখা গান আমি গাইবো
জেড নিউজ বিডি.কম / রাজিব
No comments