Breaking News

বাংলা ২য় পত্র টার্গেট ৯০+ কিভাবে ?

বাংলা ২য় পত্র টার্গেট ৯০+ কিভাবে ?
বাংলা ২য় পত্র টার্গেট ৯০+ কিভাবে ?



জেড নিউজ বিডি.কম রিপোর্টঃ   প্রথমেই বলে রাখি আমার টার্গেট যদিও ৯০+ ছিলো না কিন্তু প্রস্তুতি আমাকে ৯০+ পেতে সাহায্য করেছে
সচারাচর বাংলা ১ম পত্রে ৮০ তোলা অনেকে খুব বেশিই কঠিন মনে করেহুম কথাটা সত্য, তাই টার্গেট ২য় পত্রে ৯০ এর উপরে নাম্বার
১। হাতের লেখা যতই খারাপ হোক সমস্যা নাই, কারণ আমি মনে করি বাংলাদেশে খারাপ হাতের লেখার জনক আমি ( বংশগত সমস্যা আমার দোষ নাই)
প্রথম ইনিংসে তোমাকে ব্যাকরণ ৩০ পারিভাষিক শব্দে ১০ মোট ৪০ পেতেইইইই হবে। কিভাবে পাবাখুব সহজ বিগত ২০ বছরের ব্যাকরণ পারিভাষিক সলভ করে যাও ১০০% কমন পাবা।
পারিভাষিক শব্দ অনেক বেশি না, কারণ প্রত্যেক বছর রিপিট হয় তাই দুঃচিন্তার কারন নেই

. অন্যান্য আইটেম লেখার ক্ষেত্রে!.
যদি দরখাস্ত লিখো তাহলে ফুল মার্ক পাবা,
তাই দরখাস্ত সুন্দর করে ছোট লেখার চেস্টা করবা। অল্পতেই সব কথা বলে দিবে।
ক্ষুদে বার্তা লিখলেও সম্পুর্ন নাম্বার পাওয়া যায়। একটু মজাদার রোমাঞ্চকর SMS লিখবে যাহাতে স্যাররাও পটে যায় 
ডায়লগ টা একটু বড় হুওয়া চাই।
মনে করো / পেজের লিখবে তাহলে স্যার এর নিচে দিতেই পারবে না।
ভাষন লিখতে যাবে না প্লিজ,
পুরাই নাম্বার কেটে নিবে। প্রতিবেদনে ফুল মার্ক পাওয়া যায়  মাত্র কাটতে পারে, তবে যা লিখ মুখস্থ করিও না, নিজের মত সাজিয়ে লিখবে, নিয়ম টা মুখস্থ আর কিছু নতুন শব্দ যা ব্যাবহার করা হয়
দিনলিপি, শুধু নিয়মটা জেনে এক পেজের মধ্যে শেষ করবে মার্ক কাটার সুযোগ পাবে না আশা করি। খুব সুন্দরভাবে গুছিয়ে লিখিবে। দিনলিপি মুলতা ডায়েরী লিখি না?
তার মত, দিনে কি কি করলে তার একটা হিসেব।  এখনো মনে আছে আমাদের সময় প্রশ্ন হইছিলো।
পহেলা বৈশাখের দিনলিপি,
কিন্তু আমি মিথ্যাবাদী , ঐদিন আমি ঘুমাই অথচ রমনার বটমুলে যেয়ে মেয়েদের টিচ করছি এইটাও লিখছিলাম ইয়্র না মানে বলছিলাম দুই বন্ধুর চোখ ছিলো সাদা কাল শাড়িতে অপরুপ সজ্জিত সুন্দরীদের মুখে, যেন এক কল্পনার রাজ্যে আমরা দুই নবাগত.
বুঝো।তাইলে?
স্যার কত ভালো, স্যার মনে হয় অবিবাহিত ছিলো তাই কিছু বলে নাই এসব পড়ার পরেও  খুশি হয়ে ফুল মার্ক দিছে
এখন তোমার পালা, পড়াশোনা করে ৯০+ পাবা না, অনেক গুলা পড়তে হবে নিয়ম শিখতে হবে ঠিক কিন্তু যা পড়বে তার মধ্য থেকে রসকষ নিয়ে তারপর তোমার লিখতে হবে। বাংলাটা ফিল করার ব্যাপার! তুমি ফিল না করলে ৯০+ পাবা না।
দেখবা ৮০ উঠাতেই হিমসিম খেয়ে যাবে।
তাই যেকোন আইটেম থেকে আগে ভালোমতো / টা পড়ে রাখো, অনেক গুলা মজাদার কথা যাবে যা লিখতে পারবে।..
যদি লিখতে পারো একটু মজাদার করে,
তোমার এক মার্কের বেশি কাটতে পারবে না কোনো স্যার ঢালাউ মুখস্থ করে লিখে দিলে ঘোড়ার আন্ডা পাবা(মেয়েদের বলছি)

৩। রচনা,/প্রবন্ধ -
কি ভাবতেছ কি করবেআমি বলি কি রচনা ১০/১২ টা দেখো কি লেখা, যেকোন টপক দিলে তুমি যেন ২০+ পয়েন্ট দিতে পারো সেই দক্ষতা নাও। যত পয়েন্ট দিবা ততই মার্ক বাড়বে!
আমি ২৪ টা পয়েন্ট দিয়েছিলাম আর ২৭ পেজ লিখছিলামকারণ ইতোপুর্বে আমি প্রেমিক হইয়া ১০০ পেজের লাভ লেটার  তাহাকে প্রেরণ করিয়াছিলাম, কিন্তু ১০০ পেজ দেখিয়া তিনি হয়ত আমার প্রেম প্রত্যাখ্যান করিয়াছিলো। যাইহোক সেগুলা পরের ব্যাপার। কথা হচ্ছে রচনার লিখতে হবে অনেক বেশি মিনিমাম ২০ পেজ,। আর ২০ + পয়েন্ট,
পয়েন্ট এর মধ্যে কি লিখবে সেটা পরের ব্যাপার কিন্তু প্রথম দুই তিন লাইন পয়েন্ট অনুযায়ী হতেই হবে।
তাহলে ২০ এর মধ্যে ১৮ পাওয়া সম্ভব পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেইতাই বাংলায় ৯০+ কিছুউ না ওকে?.
একদিনের লেখক দেখা যাতে তোমার প্রতিভা


জেড নিউজ বিডি.কম / রাকিব


No comments