Breaking News

বিহারে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় শীর্ষে সানি লিওনি! পেলেন ৯৮.৫০% নম্বর


জেড নিউজ বিডি.কম
জেড নিউজ বিডি.কম রিপোর্টঃ   জুনির ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, তাতে কি না সানি লিওনি! এমনই খবরই ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায়৷ আর তা দেখে অনেকেই হয়তো মনে করতে শুরু করেছিলেন ইনিই কি বলিউডের সানি লিওনি? এই ধোঁয়াশা অবশ্য কেটে যায় কিছুক্ষণ পরেই৷
হিন্দুস্তান টাইমস সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিহারের পাবলিক হেলথ্ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হয়৷ যার মেধা তালিকাও প্রকাশ করে হয়৷ আর তাতেই দেখা যায় প্রথম স্থানে নাম রয়েছে সানি লিওনির৷
অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এই মেধা তালিকায় সানি লিওনির নাম পড়ে যায় শোরগোল৷ তালিকায় অনুযায়ী, দেখা যায়, সানি পেয়েছেন ৯৮.৫০% নম্বর৷ স্কোর বোর্ডে তাঁকে দেওয়া হয়েছে, ৭৩.৫০ শতাংশ এডুকেশন পয়েন্ট, ২৫.০০ এক্সপেরিয়েন্স পয়েন্ট৷ তাঁর অ্যাপ্লিকেশন আইডি JEC/0031211. পরীক্ষার্থী সানির বয়স ২৭৷
চমকের এখানেই শেষ নয়৷ এই মেধা তালিকার তৃতীয় স্থানে যে রয়েছে তাঁর নাম bvcxzbnnb. তাঁর বাবার নাম mggvghhnnnn. এই পরীক্ষার্থী পেয়েছে ৯২.৮৯ শতাংশ৷ প্রসঙ্গত, এই মেধা তালিকায় মোট ১০০০ জনের নাম রয়েছে৷
জেড নিউজ বিডি.কম / রাকিব


No comments