সানাইয়ের সাইজে পাগল সাবেক মন্ত্রী তাই বিয়ে
সানাইয়ের সাইজে পাগল সাবেক মন্ত্রী তাই বিয়ে |
জেড নিউজ বিডি.কম রিপোর্টঃ সাবেক এক মন্ত্রীর সাথে নিজের বাগদান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বর্তমান সময়ের বিতর্কিত মডেল ও চিত্রনায়িকা সানাই মাহাবুব। তিনি বলেন, ‘বাংলাদেশের সাবেক একজন মন্ত্রীর সাথে আজ সকালে আমার বাগদান হয়েছে। যেহেতু সবে মাত্র বাগদান হয়েছে, বিয়ে এখনও হয়নি, তাই এখনই নামটি বলতে চাচ্ছি না।’
এর আগে, রাজনৈতিক এক ব্যক্তির
সাথে প্রেমের গুঞ্জন উঠেছিল সানাইয়ের। এবার তার বিয়ের খবর মিডিয়া অঙ্গনে ভেসে
বেড়ালে শনিবার (২৩ ফেব্রুয়ারি) এই মডেলের সাথে বাংলা’র পক্ষ থেকে
যোগাযোগ করা হয়। তখন তিনি বাগদানের খবরটি জানান।
এ ব্যাপারে সানাই আরও বলেন,
‘পারিবারিক সম্মতিতেই আমি বিয়ে করতে যাচ্ছি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সব কিছুই
জানাবো। কিছুদিন অপেক্ষা করতে হবে।’
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ
মাধ্যমে বিতর্কিত ও অপ্রাসঙ্গিক ভিডিও প্রকাশের দায়ে সম্প্রতি সানাইকে আটক করেছিল
পুলিশ। পরে এ ধরণের ভিডিও আর প্রকাশ করবেন না বলে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।
এছাড়া বিভিন্ন ভিডিও ও মন্তব্য করে বরাবরই আলোচনায় থাকার চেষ্টা করেন সানাই
মাহাবুব।
জেড নিউজ বিডি.কম / সজল
No comments