Breaking News

ময়মনসিংহে হিজড়াদের জবরদস্তি

ময়মনসিংহে হিজড়াদের জবরদস্তি
ময়মনসিংহে হিজড়াদের জবরদস্তি

জেড নিউজ বিডি.কম রিপোর্টঃ  ময়মনসিংহের বিভিন্ন সড়ক- মহাসড়কে চলাচলরত যানবাহনে যাত্রিদের গালমন্দ করে চাঁদাবাজির অভিযোগ অভিযুক্তেরা তথাকথিত হিজড়া সমাজভুক্ত

বাড়ি ঢুকে নাচ-গান করে নবজাতককে হিজড়াদের আশীর্বাদের পরম্পরা যুগ যুগ ধরে চললেও এই যানবাহনে অশ্লিল বাক্য প্রয়োগ করে জবরদস্তি টাকা আদায়ের পরিমাণটা ক্রমশ বাড়ছে। বিয়ের অনুষ্ঠানেরও ঘটছে হিজড়ার আবির্ভাব

অভিযোগ, বড় অনুষ্ঠানে হিজড়াদের দাবিকৃত চাঁদার টাকার অঙ্ক মোটা দাগের। হিজড়াদের কয়েকটি গোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলে তারা অবশ্য জবরদস্তির অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, আমরা হাতে-পায়ে ধরে ১০/ ২০টাকা নেই

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানান, এব্যাপারে ভুক্তভোগী কেউ থানায় অভিযোগ করেনি। তবে, ভয় দেখানো অশ্লীল অঙ্গভঙ্গির জন্য নির্দিষ্ট আইনেই তাদের বিরুদ্ধে মামলা রুজু করা সম্ভব। ময়মনসিংহের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জানান, হিজড়াদের আত্মিক সঙ্কটটা বুঝে তাদের পুনর্বাসন করা উচিত

সামাজিক সংগঠনের একজন নেতা বলেন, হিজড়াদেও সাথে কথা বলেই এসব সমস্যার সমাধান খুজতে হবে। কিন্তু এখনও অবধি সেটা সম্ভব হয়নি। জেলার বিভিন্নস্থানে ময়মনসিংহ হিজড়াদের উৎপাত বেড়ে গেছে সিমাহীন। এলাকাবাসী পরিবহন যাত্রীরা এদের কাছে অসহায়। আইন-শৃঙ্খলা বাহিনীও এদের নিয়ন্ত্রণ করতে পারছে না বলে মনে হয়। ফলে গ্রাম গঞ্জ পাড়া-মহল্লা থেকে শুরু করে অভিজাত আবাসিক এলাকাগুলোতে হিজড়া আতঙ্ক ছড়িয়ে পড়ছে ব্যাপক হারে। এসব হিজড়ারা চাঁদাবাজি, মাদক ব্যবসা, পতিতাবৃত্তি মারামারিসহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে, এদের মাঝে আবার অনেক নকল হিজড়া আছে, যাদের মূল উদ্দেশ্য হলো মানুষকে ভয়-ভীতি দেখিয়ে বিনা পরিশ্রমে অর্থ উপার্জন করা
ময়মনসিংহ থেকে ত্রিশাল, ভালুকা যাবার পথে দেখা, ময়মনসিংহ থেকে একদল হিজরা বাসে উঠেই যাত্রীদের ওপর চাঁদা দাবী করতে থাকে তাদের চাহিদা মোতাবেক টাকা না দেয়াতে যাত্রীদের গালাগালি শুরু করে। এক পর্যায় যাত্রীদের সাথে হাতাহাতি হয়ে যায়। তাদের চাহিদা মোতাবেক চাঁদা না দিলেই হিজড়াদের অত্যাচার গালাগালি শুনতে হয় যাত্রীদের। হিজড়াদের পোষাকে ভদ্রতার কোন ছাপ না থাকায় মাঝে মাঝে অভিভাবকরা নিজ সন্তানের কাছে লজ্জা পড়তে হয়

ময়মনসিংহের বাইপাস ব্রীজ মোড় হইতে ত্রিশাল পর্যন্ত, হিজরাদের বেপরোয়া চাঁদা বাজিতে অতিষ্ঠ পরিবহন যাত্রী সাধারণ জনজীবন, যেন হিজড়াদের রামরাজত্ব, দেখার যেন কেউ নেই। যার কাছে যা চাইবে দিতে বাধ্য নইলে হেনস্থা বাস ভর্তি যাত্রীদের সামনে, এই ভয়ে যা চায় সবাই দিতে বাধ্য। এই হিজড়াদের অত্যাচার থেকে রেহাই পেতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা সচেতন মহলের
জেড নিউজ বিডি.কম /রাকিব

No comments