Breaking News

বিয়ের উপহার না চেয়ে ভোট চাইলেন ছেলের বাবা





জেড নিউজ বিডি.কম রিপোর্টঃ  ভারতের গুজরাটের পশ্চিমাঞ্চলের এক পরিবারের আয়োজিত বিয়ের অনুষ্ঠানে উপহারের বদলে ভোট চাওয়া থেকে অনুপ্রাণিত হয়েই নিজের ছেলের বিয়েতেও বিজেপির জন্য ভোট চান সুবাস
 ছেলের বিয়ের আমন্ত্রণ কার্ডে উপহারের বদলে ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি নেতা নরেন্দ্র মোদির পক্ষে ভোট চেয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করলেন হায়দ্রাবাদের নাগরিক সুবাস রাও কিশান রাও যান্দে
এর আগে ভারতের গুজরাটের পশ্চিমাঞ্চলের এক পরিবারের আয়োজিত বিয়ের অনুষ্ঠানে উপহারের বদলে ভোট চাওয়া থেকে অনুপ্রাণিত হয়েই নিজের ছেলের বিয়েতেও বিজেপির জন্য ভোট চান সুবাস
অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সুবাস রাওয়ের ছেলে মুকেশের বিয়ের সব আয়োজন স্বাভাবিকভাবেই চলছিল প্রথম দিকে। তবে আয়োজনের মাঝ পথে আসন্ন নির্বাচনে নিজের সমর্থিত দলের জন্য ভোট চাওয়ার পরিলল্পণা করেন তিনি
সেই উদ্দেশ্যেই বিয়ের আমন্ত্রণ কার্ডে উপহারের বদলে মোদিকে ভোট দেওয়ার অনুরোধ করেন সুবাস। ছেলের বিয়ের কার্ডে উপহারের বদলে মোদির জন্য ভোট চাওয়ার ব্যাপারে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সুবাস রাও বলেন, 'আমি দীর্ঘদিন থেকে বিজেপিকে সমর্থন করি। মুকেশের বিয়ের কার্ডে তাদের জন্য ভোট চাওয়াও আমারই পরিকল্পণা ছিল'
তিনি আরও বলেন, 'অতিথিরা আমার এই ভিন্নধর্মী চিন্তা খুবই পছন্দ সমর্থন করেছেন। এমনকি আমার এমন পদক্ষেপের জন্য আমাকে অনেকে অভিনন্দনও জানিয়েছেন'
ভিন্নধর্মী এই আমন্ত্রণ কার্ডের ডিজাইনের অংশ হিসেবেও ব্যবহার করা হয় বিজেপির প্রতীক। এতে আমন্ত্রণের সঙ্গে সুস্পষ্টভাবে লেখা হয়, 'আসন্ন লোকসভা নির্বাচন- ২০১৯ মোদির পক্ষে আপনাদের ভোটই আমাদের জন্য উপহার' প্রায় সহস্রাধিক অতিথি আমন্ত্রিত হন এই বিয়ের অনুষ্ঠানে

  
জেড নিউজ বিডি.কম /প্রতিনিধি   


No comments