সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন, উপস্থিত মন্ত্রী। ভিডিও সহ দেখুন
জেড
নিউজ বিডি.কম রিপোর্টঃ আজ রাজধানীর
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও
হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নেভাতে কাজ করছে
ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।
আজ(১৪/০২/১৯) বিকেল
৫টা ৫০ মিনিটে
এ আগুন লাগার
ঘটনা ঘটে।
ফায়ার
সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের
অপারেটর শাহাদাত হোসেন জানান, শহীদ সোহরাওয়ার্দী
মেডিকেল কলেজ হাসপাতালের
নতুন ভবনের দ্বিতীয় তলায় স্টোর রুমে এ
আগুনের ঘটনা ঘটেছে।
আগুন নেভাতে কাজ করছে
ফায়ার সার্ভিসের দশটি ইউনিট।
তবে, আগুন লাগার
ঘটনায় এখন পর্যন্ত
কোনো হতাহতের খরব পাওয়া
যায়নি।
ফায়ার
সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়,
আগুন নেভাতে দমকল কর্মীরা
কাজ করছে। ঘটনাস্থল থেকে রোগীদের
সরিয়ে নেওয়া হচ্ছে অন্যত্র ।
জেড নিউজ বিডি.কম /প্রতিনিধি
No comments