নোভার্টিসের সঙ্গে বেক্সিমকো ফার্মার সঙ্গে চুক্তি : ইউএসে যাচ্ছে আরো ৮ ওষুধ
জেড
নিউজ বিডি.কম রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের (ইউএস) বাজারে পুঁজিবাজারে
তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মা আরো ৮টি ঔষুধ রপ্তানি করবে। এর জন্য বহুজাতিক ঔষুধ
নির্মাণকারী প্রতিষ্ঠান নোভার্টিসের উইং স্যান্ডোজ ইনকরপোরেশনের ৮টি ঐষুধ
অধিগ্রহণে চুক্তি করেছে বেক্সিমকো ফার্মা।
গতকাল বেক্সিমকোর পক্ষে এই
চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।
বেক্সিমকো জানিয়েছে, ইউএসের
বাজারে রপ্তানির জন্য স্যান্ডোজ ইনকরপোরেশনের ৮টি ঔষুধের এভ্রিভিয়েটেড নিউ ড্রাগস
এপ্লিকেশনস (এএনডিএ’স) এর জন্য চুক্তি স্বাক্ষর
হয়েছে। তবে এই ঔষুধগুলো অধিগ্রহণে কতো টাকা খরচ হচ্ছে তা প্রকাশ করা হয়নি। আর
চুক্তিমতে এই আটটি ঔষুধ বেক্সিমকো উৎপাদন ও যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করবে।
বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা
পরিচালক নাজমুল হাসান পাপন বলেন, স্যান্ডোজ বিশ্বব্যাপি জেনেরিক মার্কেটের লিডার।
তাদের এমন আটটি ঔষুধ অধিগ্রহণের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের অবস্থান আরো
শক্ত হবে। সেই সাথে রপ্তানি আয়ে ভাল প্রবৃদ্ধি আসবে।
উল্লেখ্য যুক্তরাষ্ট্রের বাজারে
বেক্সিমকোর ৬টি ঔষুধের ইউএসের খাদ্য ও ঔষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন রয়েছে। এর
মধ্যে ৪টি ঔষুধ রপ্তানি হচ্ছে। বাকী দুইটি ঔষুধ রপ্তানির প্রক্রিয়ায় রয়েছে। আর এই
আটটি ঔষুধ এফডিএ অনুমোদন হলে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের মোট ঔষুধের সংখ্যা হবে
১৪টি।
২০১৬ এর আগস্ট মাসে
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের হযে প্রথমবারের মতো বেক্সিমকো ফার্মা ঔষুধ
রপ্তানি করে। ২০১৫ সালে তারা এফডিএ অনেোদন পেয়েছিল।
বর্তমানে বেক্সিমকো ফার্মা
বিশ্বের ৫০টির বেশি দেশে ঔষুধ রপ্তানি করছে।
জেড নিউজ বিডি.কম / রাকিব
No comments