সহবাসের পরে যা যা করতে হবে।। Health Books-BD
জেড নিউজ বিডি.কম রিপোর্টঃ উত্তরঃ সহবাসের পর এমন কিছু গ্রহণীয় অথবা বর্জনীয় কাজ রয়েছে যেগুলো করলে পরবর্তী যৌন মিলনকে আরো সহজ ও গতিশীল করে তুলে।
নিচে সহবাস করার পর কি করা প্রয়োজন তা উল্লেখ করা হলো-
সহবাসের পর যা করতে হব
১. সহবাসের পর উভয়েই কিছু সময় অবস্থান করবে। এতে মানসিক তৃপ্তি হয়। ধীরে ধীরে দেহ শীতল হয়। প্রেম- প্রীতিও বৃদ্ধি পেতে থাকে।
১. সহবাসের পর উভয়েই কিছু সময় অবস্থান করবে। এতে মানসিক তৃপ্তি হয়। ধীরে ধীরে দেহ শীতল হয়। প্রেম- প্রীতিও বৃদ্ধি পেতে থাকে।
২. এরপর উভয়ে স্বীয় যৌনাঙ্গ ভালোভাবে ধৌত করবে। এটি অবশ্য পালনীয় তবে সহবাসের কিছুক্ষণ পর।
৩.উভয়ে ভালোভাবে গোসল করবে। গোসল না করলে মন সঙ্কোচিত হয়ে থাকে, কাজ-কর্মে প্রফুল্লতা আসে না, বরং একঘেয়েমি আসে।
৪.শর্করা মিশ্রিত এক গ্লাস পানি কিঞ্চিত লেবুর রস বা দধি কিংবা শুধু ঠান্ডা পানি কিছু খেতে হবে। এতে শরীরের মঙ্গল হয়।
৫.প্রয়োজনে ক্ষতিপুরক কোনো ওষুধ সেবন করা যেতে পারে।
৬. সহবাসের পর ঘুমানো একান্ত প্রয়োজন।
৭.সহবাসের আগে বা পরে নেশা সেবন করা ভালো নয়। এতে দৈহিক ক্ষতি হয়। মানসিক অসাড়তা আসতে পারে।
৮. সহবাসের পর অধিক গভীর রাত্রি জাগরণ, অধ্যয়ন, শোক প্রকাশ, কলহ, কোন দুরুহ
বিষয় নিয়ে চিন্তা ও মানসিক কোনো উত্তেজনা ভালো নয়।
জেড নিউজ বিডি.কম / রাজু
No comments