Breaking News

নানার ধষর্ণ ৩য় শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

নানার ধষর্ণ ৩য় শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা
নানার ধষর্ণ ৩য় শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা




জেড নিউজ বিডি.কম রিপোর্টঃ  প্রতিবেশী নানার নির্যাতনে তৃতীয় শ্রেণির এক ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত ওসমান ওরফে হামাকে খুঁজছে।
জানা যায়, হঠাৎ করে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার পরীক্ষা করানোর পরামর্শ দিলে কুষ্টিয়ার মিরপুর সাদ আলী ডায়াগনস্টিক সেন্টারে তাকে পরীক্ষা করানো হয়। রির্পোটে ধরা পড়ে মেয়েটি ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা। পরে মেয়েকে জিজ্ঞাসা করলে সে জানায় ওসমান ওরফে হামা নামে প্রতিবেশী নানা তার সাথে জোর করে খারাপ কাজ করেছিল।
এমন একটি ঘটনা ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খন্দকবাড়িয়া আশ্রয়ন প্রকল্পে। এ ঘটনায় ঐ স্কুল ছাত্রীর মা বাদী হয়ে আজ সোমবার (০১ এপ্রিল) দুপুরে মিরপুর থানায় অভিযোগ দায়ের করেছে।
স্কুল ছাত্রীর মা জানান, মেয়ের পেট মোটা হয়ে যাচ্ছে দেখে প্রথমে সন্দেহ করি কিডনির সমস্যা। সেই জন্য রবিবার চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলাম। কিন্তু ডাক্তার জানালো আমার একমাত্র মেয়ে অন্তঃসত্ত্বা। পরে মেয়েকে জিজ্ঞাসা করলে সব ঘটনা সে আমাকে বলে। আমরা অনেক গরীব মানুষ। শোনার পর কি করবো কিছু বুঝতে পারছি না। আমি মানুষ রুপী ঐ পিচাশের শাস্তি চাই।
মিরপুর সাদ আলী ডায়াগনষ্টিক সেন্টার প্রাইভেট হসপিটালের সনোলজিস্ট মজিবুর রহমান বলেন, মেয়েটি তার মার সঙ্গে সনো টেস্ট করার জন্য এসেছিল। পরীক্ষা করে দেখি মেয়েটি ২৩ সপ্তাহের অন্ত:সত্ত্বা।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটি মিরপুর মডেল পাইলট প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে তার পরিবারের সাথে উপজেলার খন্দকবাড়িয়া আশ্রয়ন প্রকল্প-২ তে বসবাস করে। বেশ কিছুদিন আগে মেয়েটির মা বাড়িতে ছিলো না। একা থাকার সুযোগ নিয়ে পানি পানের কথা বলে বাড়িতে ঢুকে একই আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা সম্পর্কে প্রতিবেশী নানা ওসমান ওরফে হামা (৫৫) জোর করে মেয়েটির সাথে খারাপ কাজ করে। এই কথা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়। ফলে মেয়েটি ভয়ে কাউকে কিছু জানায়নি।
এদিকে খন্দকবাড়িয়া আশ্রয়ন প্রকল্পে ওসমান এর সন্ধানে গেলে তাকে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, দুই সন্তানের জনক ওসমান মাছ ব্যবসায়ী। এ খবর জানাজানি হওয়ার পর সে গা ঢাকা দিয়েছে। ওসমান ওরফে হামার আসল বাড়ি নওগাঁ জেলায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। মেয়ের মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ওসমান গা ঢাকা দিয়েছে। তাকে আটক করতে অভিযান অব্যাহত আছে।
জেড নিউজ বিডি.কম / রাজু


No comments