মাশরাফির শাশুড়ি, করোনা পজিটিভ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (ওয়ানডে) সদ্য বিদায়ী অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি করোনা (কোভিড-১৯) টেস্টে পজিটিভ হয়েছেন।
সোমবার সকালে নড়াইলের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল মোমেন জানান, মাশরাফির শাশুড়ি হোসনে আরা সিরাজ করোনা টেস্টে পজিটিভ হয়েছেন।
তিনি জানান হোসনে আরা সিরাজ নিজ বাসাতে আইসোলেশনে আছেন, বর্তমানে সুস্থই আছেন তিনি। বাড়িতেই করোনা ইস্যুতে চিকিৎসা চলছে তার।
নড়াইল ও লোহাগড়া হাসপাতালের মোট ৮ চিকিৎসক, ১৪ পুলিশ সদস্য সহ মোট ৬১ জন করোনার শিকার হয়েছেন। এর মধ্যে চিকিৎসকদের সবাইই সুস্থ হয়েছেন, মোট ২৩ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ২ জনের।
করোনা ইস্যুতে সাংসদ মাশরাফি বিন মর্তুজার উদ্যোগ সর্বমহলেই প্রশংসিত হয়েছে। নড়াইলকে করোনার থাবা থেকে বাঁচাতে বিভিন্ন কার্যকরী উদ্যোগ নেন তিনি।
তথ্যসূত্রঃ দেশ রুপান্তর
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো
- আপত্তিকর ছবিই কাল হলো কলেজছাত্রীর
- ফরিদপুরে করোনায় আনসার সদস্যের মৃত্যু
- হাইকোর্ট: বিনাচিকিৎসা করোনা রোগীর মৃত্যু ফৌজদারি অপরাধ
- প্রধানমন্ত্রী: বাংলাদেশ করোনাভাইরাসের কাছে হার মানবে না
The post মাশরাফির শাশুড়ি, করোনা পজিটিভ appeared first on Bangla News Express.
from Bangla News Express https://ift.tt/2UGJwju
via IFTTT মাশরাফির শাশুড়ি, করোনা পজিটিভ
No comments