আজ কে সূচক কমলেও বেড়েছে লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে সূচকে উত্থান থাকলেও শেষ দিকে সেল প্রেসারে নামতে থাকে সূচক।
সোমবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি টাকা।
আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬১ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৩ পয়েন্ট কমে অবস্থান করে ৩৯৬৪ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ০.২২ পয়েন্ট কমে অবস্থান করে ৯১৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করে ১৩২৯ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার টাকা।
সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়ে ৭ কোটি টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮০৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৮৬টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা।
সূত্র/ শেয়ারবাজারনিউজ.কম
- পদ্মা অয়েলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আজ কে সূচক কমলেও বেড়েছে লেনদেন
- ৩০ জুন পর্যন্ত নতুন নিয়মেই চলবে গণপরিবহন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো
- আপত্তিকর ছবিই কাল হলো কলেজছাত্রীর
The post আজ কে সূচক কমলেও বেড়েছে লেনদেন appeared first on Bangla News Express.
from Bangla News Express https://ift.tt/30JXqFi
via IFTTT আজ কে সূচক কমলেও বেড়েছে লেনদেন
No comments