Breaking News

বর্তমানে সেরা স্পিনার যারা, সাকলাইন মুশতাকের চোখে

নিজের খেলোয়াড়ি জীবনে ব্যাটসম্যানদের জন্য ভয়ের কারণ ছিলেন পাকিস্তানের সাকলাইন মুশতাক।

অফ স্পিনার সাকলাইন ক্রিকেটকে দুসরার সঙ্গে পরিচিত করিয়েছিলেন। পাকিস্তানকে অসংখ্য ম্যাচ জেতানো সাকলাইন এখন কোচের ভূমিকা পালন করছেন।

বাংলাদেশে স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করে যাওয়া সাকলাইন এখন পাকিস্তানের হাই পারফরম্যান্স দলের দায়িত্বে।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে সাকলাইন মুশতাক জানিয়েছেন বর্তমান সময়ে তার দেখা সেরা কিছু স্পিনারের নাম। বড় দৈর্ঘ্যের ম্যাচ ও ছোট দৈর্ঘ্যের ম্যাচকে আলাদা করে নিজের মত দিয়েছেন তিনি।

সাকলাইন মুশতাক বলেন, ‘লঙ্গার ভার্সনে আমি মনে করি এই মুহূর্তে সেরা স্পিনার অস্ট্রেলিয়ার নাথান লায়ন। ভারত ও পাকিস্তান সহ সব বড় দলের বিপক্ষে সে পারফর্ম করেছে। হোম কন্ডিশনে রবিচন্দ্রন অশ্বিন বেশ ভালো করেছে, বাইরেও খারাপ করেনি। রবীন্দ্র জাদেজাও খারাপ না।’

সীমিত ওভারের ক্রিকেটে বেশ কয়েকটি নামের কথা বলেছেন সাকলাইন। যেখানে আলাদা করে বলেছেন সাকিব আল হাসানের নাম। বাংলাদেশের স্পিনারদের সঙ্গে কাজ করার সময় কাছ থেকে সাকিবকে দেখেছেন তিনি।

‘সীমিত ওভারের ক্রিকেটে ভারতের কুলদ্বীপ যাদব খুবই ভালো স্পিনার। তার ক্রিকেটিং সেন্স খুব ভাল। এছাড়া ইংল্যান্ডের আদিল রশিদ আছে। ওয়েস্ট ইন্ডিজের এক অফ স্পিনার আছে, নাম মনে পড়ছে না।’

‘সাকিব আল হাসান বেশ বুদ্ধিমান বোলার। আমি বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছি, সে খুবই স্ট্রং ক্যারেক্টার। সাহসী সে, মাথার ব্যবহার করতে জানে ভালো ভাবে, চালাক বোলার।’

‘পাকিস্তানে শাদাব খানের বেশ পোটেনশিয়াল রয়েছে। সে টেস্ট ক্রিকেটেও ভালো করার সক্ষমতা রাখে। ইয়াসির শাহ বিশ্বমানের বোলার। বেশ কিছু রেকর্ড তার দখলে।’

সূত্র/Cricket97

The post বর্তমানে সেরা স্পিনার যারা, সাকলাইন মুশতাকের চোখে appeared first on Bangla News Express.



from Bangla News Express https://ift.tt/3fvO701
via IFTTT বর্তমানে সেরা স্পিনার যারা, সাকলাইন মুশতাকের চোখে

No comments