ফরিদপুরে করোনায় আনসার সদস্যের মৃত্যু
ফরিদপুরে করোনাভাইরাসে প্রাণ হায়েছেন আনসার ব্যাটালিয়নের এক সদস্য। তিনি আনসার বাহিনীর ফরিদপুরের ভাঙ্গায় কর্মরত ছিলেন।
সোমবার সকালে নিজবাড়ীতেই তিনি মারা যান। তার নাম আব্দুর রউফ (৫৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ভিডিপি ফরিদপুরের কমান্ডার সাইদুর রহমান।
তিনি বলেন, করোনা পজিটিভ হওয়ার তাকে চিকিৎসাধীর জন্য স্বাস্থ্যবিধি মেনে তার নিজবাড়ী নড়াইল জেলার খামারবাড়িতে পাঠানো হয়ে ছিল। সোমবার সকালে তিনি মারা যান।
ভাঙ্গায় এ পর্যন্ত ১৭ জন নতুন করে আক্রান্তসহ মোট ২২১ জন আক্রান্ত হয়েছেন।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. রকিবুর রহমান খান জানান, ভাঙ্গায় এ পর্যন্ত ২২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে আট জনের প্রাণহানি হয়েছে।
সূত্র/ দেশ রূপান্তর
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো
- আপত্তিকর ছবিই কাল হলো কলেজছাত্রীর
- ফরিদপুরে করোনায় আনসার সদস্যের মৃত্যু
- হাইকোর্ট: বিনাচিকিৎসা করোনা রোগীর মৃত্যু ফৌজদারি অপরাধ
- প্রধানমন্ত্রী: বাংলাদেশ করোনাভাইরাসের কাছে হার মানবে না
The post ফরিদপুরে করোনায় আনসার সদস্যের মৃত্যু appeared first on Bangla News Express.
from Bangla News Express https://ift.tt/2Y3whvt
via IFTTT ফরিদপুরে করোনায় আনসার সদস্যের মৃত্যু
No comments