নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, দুই ছাত্র বহিষ্কার
হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়া দুই ছাত্র হলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রতিক মজুমদার ও ফার্মেসী বিভাগের শিক্ষার্থী দীপ্ত পাল। তারা দুজনই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত বাংলাদেশ সরকারের আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ করায় তাদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার এবং হলের সিট বাতিল করা হয়েছে।
সেই সঙ্গে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এবং আইসিটি আইনে মামলা হবে না, তা ২ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই তাদের স্থায়ী বহিষ্কার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবারও শিক্ষার্থীরা একই দাবি নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
সূত্র/ আমাদের সময়
- রুদ্র অয়ন এর কবিতা দূর থেকে ভালোবেসে যাবো
- মাকে ‘ধর্ষণ’ শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে
- ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই, ইতালী প্রবাসীকে গুলি করে
- বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে কথা বলবেন দীপু মনি
- এরদোয়ানের আপত্তিকর ছবি, ফরাসি ম্যাগাজিনে
The post নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, দুই ছাত্র বহিষ্কার appeared first on Bangla News Express.
from Bangla News Express https://ift.tt/3e6B9pZ
via IFTTT নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, দুই ছাত্র বহিষ্কার
No comments