আমাদের দেশের যেকোনো আন্দোলন একটা প্যাটার্ন অনুসরণ করে চলে
আমাদের দেশের যেকোনো আন্দোলন একটা প্যাটার্ন অনুসরণ করে চলে। কোনো একটা ইস্যু আসে। আমরা সেই ইস্যুর প্রেক্ষিতে অনলাইন অফলাইনে আন্দোলন শুরু করি (অনলাইনেই বেশী হয়)। তারপর কয়েকদিন টাইমলাইন জুড়ে শুধু সেই ইস্যুরই পোস্ট। তিন চারদিন পর ইস্যু ঝিমিয়ে পড়ে। তারপর অন্যকোনো ইস্যু আসে। আগের ইস্যুর কার্যত কোনো ফল পাওয়া যায় না।
.
ভাই, ফ্রান্সের বিরুদ্ধে আমাদের পণ্য বয়কটের আন্দোলনও যেন সেরকম না হয়। আমাদের বয়কট আন্দোলনের মূল উদ্দেশ্য হল-
.
ক) ফ্রান্স বিশ্বের সকল মুসলিমের কাছে হাতজোড় করে ক্ষমা প্রার্থনা করবে। নাকে খত দিয়ে বলবে ভবিষ্যতে তারা এমন কাজ আর কখনোই করবেনা।
.
খ) ফ্রান্সের কোনো পণ্য আমরা এখন থেকে আর ব্যবহার করব না।
.
এই হল আমাদের বয়কট আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এগুলো অর্জিত হবার আগ পর্যন্ত আমাদের কোনোভাবেই অন্যদিকে মনযোগ দেওয়া যাবেনা।
.
সেকুল্যার, শাহবাগী, মডারেট মোজলেমরা আমাদের মনোযোগ অন্য দিকে ফেরানোর জন্য ফাঁদ পাতছে। প্রথম দুই শ্রেণীর মানুষেরা ইচ্ছাকৃতভাবে। আর মডারেট মোজলেমরা অনিচ্ছাকৃতভাবে , না বুঝে। এদের পাতা ফাঁদে কখনোই পা দেওয়া যাবে না।
.
ফ্রান্স প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যেতেই হবে।
.
আমাদের দাবী আদায়ের পূর্ব পর্যন্ত আমরা যে কাজগুলো নিয়মিত করে যাব-
.
১) আগামী কমপক্ষে ৭ দিন পারতপক্ষে অন্য কোনো ইস্যু নিয়ে ফেইসবুকে পোস্ট দিব না।দাওয়ার জন্য গুরুত্বপূর্ণ হলেও এ ধরণের পোস্ট জমিয়ে রাখব ।পরে দিব। এভাবে অন্য ইস্যুতে পোস্ট দিলে আন্দোলনের মূল ফোকাস ধরে রাখা যাবে না ।
.
২) এলাকায়, পাড়ায় মহল্লায় লিফলেট বিতরণ করব। কারো জন্য অপেক্ষা না করে দরকার হলে একাই নেমে পড়ব। ২০ টাকা দিয়ে অন্তত ১০ টা লিফলেট বানাব। ১০ জন মানুষকে দিব।
.
৩) দুইদিন পরেই শুক্রবার। সবাই মসজিদ কমিটি এবং খতিব সাহেবকে ধরুন। খুতবাহ যেন ফ্রান্সের ইস্যুতে হয়। খুতবাহর ম্যাটেরিয়ালসের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সরাবরাহ করুন।
.
৪) পারলে শুক্রবার সালাতের পর অল্প একটু হলেও মসজিদের বাহিরে মানববন্ধন করুন। পারলে মিছিল করুন। প্রশাসন ঝামেলা করতে পারে। আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। এলাকার প্রভাবশালী ব্যক্তিদের ধরুন। নেতাদের বোঝান, এই মিছিল বা মানববন্ধন কোনো দলের জন্য নয়। রাসূলুল্লাহর জন্য। মিছিল বা মানববন্ধনের ভিডিও, ছবি তুলে রাখুন। অনলাইনে প্রকাশ করুন।
.
৫) সবাইকে সীরাহ পড়তে উতসাহিত করুন। আমাদের সীরাহর জ্ঞান নেই। একারণে আমাদের অনেকেই শাতিমদের শাস্তি কেমন হবে সেটা নিয়ে ভুল বুঝতেছেন। সীরাহ পড়া থাকলে এগুলো নিয়ে কোনো প্রশ্ন আসত না।
.
৬) ফ্রান্সের পতাকা আকান। আঁকানো খুবই সহজ। ইন্টারনেটে স্যাম্পল তো আছেই। দরকার হলে কিনে নিয়ে আসুন।তারপর পতাকার উপর দাঁড়িয়ে বা আগুন ধরিয়ে ছবি তুলুন, ভিডিও করুন। অনলাইনে প্রকাশ করুন।
.
শাইখ খালিদ আর রশিদ বলেছিলেন, যে জাতি তার নিজের নেতার, তার নিজের নবীর সম্মান রক্ষা করতে পারে না, তাদের মধ্যে কোনো কল্যাণ নেই।
.
আমরা যেন এই জাতির অন্তর্ভুক্ত না হয়ে পড়ি।
- মুখ খুলছে সবাই “হাজী সেলিম”
- পশ্চিমা দেশগুলো পুনরায় ধর্মযুদ্ধ শুরু করতে চায়
- টিকায় আশা জোগাচ্ছে ফাইজার ও মডার্না
- চাল বস্তায় ১৭৫ টাকা, আলু কেজিতে ১৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে
- ছেঁড়া বস্তা কেলেঙ্কারি: খাদ্য বিভাগের ১৪ কর্মকর্তা-কর্মচারী একযোগে বদলি
The post আমাদের দেশের যেকোনো আন্দোলন একটা প্যাটার্ন অনুসরণ করে চলে appeared first on Bangla News Express.
from Bangla News Express https://ift.tt/37MM9Yt
via IFTTT আমাদের দেশের যেকোনো আন্দোলন একটা প্যাটার্ন অনুসরণ করে চলে
No comments