Breaking News

যুবকের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ, ফেসবুকে ‘ইসলামবিরোধী’ পোস্ট

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.), বিবি আয়েশা (রা.) ও ইসলামবিরোধী কথা লেখায় মিঠুন দে প্রকাশ (৩৮) নামের এক যুবকেকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ। আজ শুক্রবার বিকেলে পুলিশ এই আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আগামী রোববার রিমান্ড শুনানি হবে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতহানায় ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় মিঠুনের বিরুদ্ধে শুক্রবার ভোরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ছানা উল্লাহ নামের এক ব্যক্তি। মামলার বাদী ছানা উল্যাহ বলেন, ‘বাংলাদেশে শান্তিপূর্ণভাবে সব ধর্মের মানুষ বসবার করে। কিছু উগ্রবাদি খারাপ লোক দেশকে অস্থিতিশীল করার জন্য এ ধরনের মন্তব্য করে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে পরবর্তীতে আর কেউ সাহস করবে না। আমরা মুসলমানরা কখনো হিন্দু ধর্ম নিয়ে খারাপ মন্তব্য করি না। ইসলামে বলা আছে প্রত্যেকে প্রত্যেকের ধর্ম পালন করবে।’

ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, ‘বৃহস্পতিবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরবর্তীতে মামলা হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট ধ্রুব জ্যোতি পালের আদালতে তুলে পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত এজাহার আমলে নিয়ে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।’

এদিকে মিঠুনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। হেফাজত ইসলাম ফেনীর সাধারণ সম্পাদক মুফতি রহিম উল্যাহ বলেন, ‘ফেনীর পরিবশেকে অশান্ত করার জন্য এই নব্য নাস্তিক নবী (সা.)-কে কটূক্তি করেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

সূত্র/ আমাদের সময়

The post যুবকের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ, ফেসবুকে ‘ইসলামবিরোধী’ পোস্ট appeared first on Bangla News Express.



from Bangla News Express https://ift.tt/3jL9b4a
via IFTTT যুবকের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ, ফেসবুকে ‘ইসলামবিরোধী’ পোস্ট

No comments