Breaking News

রুদ্র অয়ন এর কবিতা দূর থেকে ভালোবেসে যাবো

দূর থেকে ভালোবেসে যাবো

রুদ্র অয়ন

তুমি যদি আজ
উপেক্ষা করো আমায়,
ফিরে না তাকাও,
কি বা যায় আসে তাতে!
তোমাকে ভালোবেসেছিলেম
আজও তোমাকেই ভালোবাসি।

তোমার সাথে কাটানো সময়
হাসি কান্নার দিনগুলোর
স্মৃতি নিয়ে আমি বেশ আছি!
আমার কোনও দুঃখ নেই
দুঃখের চেয়ে সুমহান আবিষ্টতা
আমাকে থাকে ঘিরে।

এক সাথে বৃষ্টিতে ভেজা
এক সাথে চাঁদ দেখা
গল্পে মেতে থাকার দিনগুলো
না হয় অনুভবেই বন্দী থাক
হৃদয়ের কুঠুরিতে।

কত শত রাত
তোমার নিঃশ্বাসের শব্দে
হয়েছে ভোর
সেসব ছবি আজও
হৃদয়পটে উঁকি দিয়ে যায়!

আজ তুমি
ভুলে যেতেই পারো
ঘুম না আসা রাত গুলোর কথা,
ভুলে যেতেই পারো
কেউ একজন
শুধুই তোমার ছিলো!

কেউ একজন
তোমার অসুখে, বিপদে
অস্থির হয়ে প্রার্থনা করতো।

তোমাকে ভালোবাসি।
শত জনমেও
তোমাকেই ভালোবাসবো।

যদি তুমি চলে যাও,
ফিরে আর না আসো,
সব কিছু ভুলে যাও ;
তাতে আমার কি?
আমি তো
তোমাকে ভালোবাসি।

কেউ না পেয়েই হারায়
কেউ পেয়ে হারায়,
আমি না হয়
পেয়েই হারালাম।

নাইবা হলে তুমি আমার
কিছু ভালোবাসা
মিলনে নয় বেদনায়,
শুভ কামনায় ;
ত্যাগেই সার্থকতা।
না হয় নাইবা হলে তুমি আমার,
আমি তবুও তোমাকে ভালোবাসি।
দূর থেকে তোমায় ভালোবেসে যাবো।

The post রুদ্র অয়ন এর কবিতা দূর থেকে ভালোবেসে যাবো appeared first on Bangla News Express.



from Bangla News Express https://ift.tt/37UK4tH
via IFTTT রুদ্র অয়ন এর কবিতা দূর থেকে ভালোবেসে যাবো

No comments