Breaking News

কোরআন অবমাননার যুবককে হত্যা করে লাশ পুড়িয়ে উত্তেজিত জনতা

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থল বন্দর কেন্দ্রীয় মসজিদে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ অবমাননার অভিযোগে তুলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুদ্ধ জনতা। পরে ওই লাশ পুড়িয়ে ফেলেছে তারা। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বিষয়টি নিশ্চিত করেন।

আজ বৃহস্পতিবার বিকেলের এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি করেছে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সুমন কুমার মোহন্ত জানান, আজ বিকেলে মোটরসাইকেলে করে ওই মসজিদে আসে দুজন ব্যক্তি। তারা মসজিদের ভেতরে প্রবেশ করে কোরআনের ওপর পা তুলে দেয়। সেটা দেখে ফেলায় স্থানীয়রা তাদের মারধর করেন। পরে তাদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই আগুনে তাদের একজনকে পোড়ানো হয়।

ওসি আরও জানান, আরেকজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সে পালিয়ে গেছে।

সুত্র/ আমাদের সময়

The post কোরআন অবমাননার যুবককে হত্যা করে লাশ পুড়িয়ে উত্তেজিত জনতা appeared first on Bangla News Express.



from Bangla News Express https://ift.tt/37ZziC6
via IFTTT কোরআন অবমাননার যুবককে হত্যা করে লাশ পুড়িয়ে উত্তেজিত জনতা

No comments