জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালককে শোকজ
ফিস চলাকালীন কর্মকর্তা-কর্মচারীদের ‘ড্রেস কোড’ নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিম। গতকাল বুধবার ওই বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘অত্র ইনস্টিটিউটের সকল কর্মকর্তা কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপরে এবং মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।’
বিজ্ঞপ্তির বিষয়ে ডা. মুহাম্মদ আবদুর রহিম গণমাধ্যমকে জানান, তার ওই নির্দেশনা ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য। তিনি বলেন, ‘টাকনুর ওপরে যদি পুরুষ কাপড় পড়ে তাহলে তার কোনো গুনাহ নাই। টাকনুর নিচে পরলে সে কবিরা গুনাহ করল। একইভাবে নারীদের জন্যও সেটা প্রযোজ্য, নারীরা পর্দার ভেতরেই সুন্দর। টাকনুর নিচে কাপড় পরলে তার কবিরা গুনাহ হবে না।‘
প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে এমন বিজ্ঞপ্তি দিতে পারেন কি না, এ বিষয়ে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক বলেন, ‘আমি আমার অফিসের জন্য নির্দেশ দিয়েছি। আমাদের দেশ মুসলিম কান্ট্রি, আমাদের দেশে, আমার অফিসে যদি এভাবে সজ্জিত হয় আমার কাছে ভালো লাগবে।’

সূত্র/ আমাদের সময়
- কাল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- স্বামী বলছেন পরকীয়া, স্ত্রী বলছেন ধর্ষণ
- বলাৎকারকে ধর্ষণ হিসেবে গণ্য করতে আইনি নোটিশ
- জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালককে শোকজ
- সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা, ছাত্রীর ওড়না ধরে ‘টানাটানি’ করা
The post জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালককে শোকজ appeared first on Bangla News Express.
from Bangla News Express https://ift.tt/34EJoq3
via IFTTT জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালককে শোকজ
No comments