Breaking News

এক দিনে রেকর্ড ৬৯ জনের করোনা শনাক্ত, আক্রান্ত ৯০০ ছাড়াল কিশোরগঞ্জে

কিশোরগঞ্জে নতুন করে ৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় এক দিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের রেকর্ড এটি। এ নিয়ে এখানে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২২জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৭ জন।

রোববার (১৪ জুন) রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য পাওয়া যায়। সোমবার সকালে নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা: মো: মুজিবুর রহমান।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮ জন, হোসেনপুর উপজেলায় ৩ জন, করিমগঞ্জ উপজেলায় ২ জন, পাকুন্দিয়া উপজেলায় ৪ জন, কটিয়াদী উপজেলায় ১৪ জন, কুলিয়ারচর উপজেলায় ২২ জন, ভৈরব উপজেলায় রয়েছেন ১৫ জন ও মিঠামইন উপজেলায় ১ জন।

সিভিল সার্জন জানান, ৮ জুন (সোমবার) জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগ্রহ করা ১৯৩ জনের নমুনা মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়েছিল। অন্যদিকে ৯ জুন (মঙ্গলবার) জেলা থেকে সংগৃহীত ৯৪ জনের নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ৬৯ জনের রিপোর্টে করোনা পজেটিভ আসে। ফলে জেলায় এ পর্যন্ত ৯৪৮ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে মৃত ব্যাক্তি রয়েছেন ১৭ জন।

উপজেলাওয়ারী হিসেবে এ পর্যন্ত কোভিড রোগী পাওয়া গেছে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৫৩ জন, হোসেনপুর উপজেলায় ২১ জন, করিমগঞ্জ উপজেলায় ৬৭ জন, তাড়াইল উপজেলায় ৬২ জন, পাকুন্দিয়া উপজেলায় ৪৪ জন, কটিয়াদী উপজেলায় ৫১ জন, কুলিয়ারচর উপজেলায় ৫৯ জন, ভৈরব উপজেলায় ৩৬৪ জন, নিকলী উপজেলায় ১৪ জন, বাজিতপুর উপজেলায় ৫৭ জন, ইটনা উপজেলায় ২৩ জন, মিঠামইন উপজেলায় ২৭ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৬ জন।

এর মধ্যে সদরে ৪ জন, হোসেনপুর উপজেলায় ১ জন, করিমগঞ্জ উপজেলায় ২ জন, কটিয়াদী উপজেলায় ১ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন, ভৈরব উপজেলায় ৬ জন, বাজিতপুর উপজেলায় ১ জন ও মিঠামইন উপজেলায় ১ জন মারা যান।

বর্তমানে জেলায় মোট ৬৩৬ জন করোনা রোগী এবং ১২ জন সাসপেক্টটেড বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে অন্য জেলায় শনাক্তকৃত ২ জন করোনা পজেটিভ রয়েছেন।

সূত্র/ নয়াদিগন্ত

The post এক দিনে রেকর্ড ৬৯ জনের করোনা শনাক্ত, আক্রান্ত ৯০০ ছাড়াল কিশোরগঞ্জে appeared first on Bangla News Express.



from Bangla News Express https://ift.tt/2MWdVWD
via IFTTT এক দিনে রেকর্ড ৬৯ জনের করোনা শনাক্ত, আক্রান্ত ৯০০ ছাড়াল কিশোরগঞ্জে

No comments