কামরানের মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, সিলেটের কৃতি সন্তান বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
আজ এক শোকবার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, “বদর উদ্দিন আহমদ কামরানের মতো একজন ঘনিষ্ঠ স্বজনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।”
তিনি বলেন, একজন আদর্শবান ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে তিনি সবার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতিসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে সিলেট মহানগরীর উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
ইমরান আহমদ এমপি বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের মতো একজন গুণী, অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হলো।
আর সিলেটবাসী হারালো তার প্রিয় সন্তানকে। রাজনীতিবিদ হিসেবে জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তাঁর যে অবদান জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য,স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সূত্র/কালের কন্ঠ
- কামরানের মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক
- রিয়াকে বিয়ে করার তাড়া ছিল সুশান্তের, ‘প্লে বয়’ ইমেজ ঘোচাতে নাকি
- আচমকা স্বাদ চলে যাওয়া, গন্ধ না পাওয়াও করোনার লক্ষণ
- প্রচার-প্রচারণা বন্ধকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ, ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি
- আজ ৬ কোম্পানির বোর্ড সভা
The post কামরানের মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক appeared first on Bangla News Express.
from Bangla News Express https://ift.tt/3hqFIN3
via IFTTT কামরানের মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক
No comments