রিয়াকে বিয়ে করার তাড়া ছিল সুশান্তের, ‘প্লে বয়’ ইমেজ ঘোচাতে নাকি
বিহারের পূর্ণিয়ার ছেলে মুম্বইতে এসে সফল কেরিয়ার গড়েন। কার্যত অনেক উঠতি অভিনেতা-অভিনেত্রীর কাছে উদাহরণ ছিলেন তিনি। সুদর্শন চেহারা, দক্ষ অভিনয়ে ভক্তের অভাব হয়নি কখনও বহু মেয়ের হার্টথ্রব তিনি।
বাস্তব জীবনেও একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল সুশান্তের। ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের সময়েই অঙ্কিতার প্রেমে পড়েন সুশান্ত। কখনই লুকোননি সেকথা। দু’জনেই প্রকাশ্যে স্বীকার করেছেন সম্পর্কের কথা। লিভ-ইন রিলেশনে ছিলেন টানা ৬ বছর।
এরপর একসময় তাঁদের ব্রেক আপের খবর সামনে আসে। সুশান্ত তখন ক্রমশ বলিউডে সাফল্যের পথে হাঁটছেন। অঙ্কিতার সঙ্গে এক ব্যবসায়ীর সম্পর্কের কথা জানা যায়।
এদিকে, ‘রাবতা’ ছবির সময় সুশান্তের সঙ্গে কৃতী শ্যাননের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়। যদিও দু’জনের কেউই সেকথা স্বীকার করেননি। সেই সম্পর্কও শেষ হয় সবার অজান্তেই। গত বছর প্রকাশ্যে আসতে থাকে বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের ছবি।
একাধিকবার পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েন তাঁরা। সেই সম্পর্কও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি কেউ। তবে, শোনা গিয়েছিল, রিয়ার সঙ্গে বিয়ের জন্য বেশ তাড়াহুড়ো ছিল তাঁর। একের পর এক সম্পর্কের জেরে ‘প্লে বয়’ ইমেজ তৈরি হয়ে যাচ্ছিল সুশান্তের। আর সেটা ভাঙতেই নাকি দেরি না করে সংসার পাততে চেয়েছিলেন অভিনেতা।
গত বছরের অগস্টে ‘মুম্বই মিরর’-এর একটি রিপোর্ট সেকথা উল্লেখ করা হয়। সেখানেই জানা যায়, যে বিয়ে নিয়ে আর খুব বেশি দেরি করতে চান না সুশান্ত। যদিও তিনি তখন ব্যস্ত ‘ছিছোঁরে’র কাজ নিয়ে। রিয়ারও হাতে রয়েচে সিনেমা। তাই এ ব্যাপারে গুঞ্জন আর বেশি দূর এগোয়নি।
রিয়ার জন্মদিনের একটি ছবিতে দু’জনকে একসঙ্গে খোশ মেজাজে দেখা গিয়েছিল। সেখানে রিয়া লিখেছিলেন, ‘স্পেশাল ওয়ান।’
এছাড়া, সুশান্তও একটি ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়ার ছবি দিয়ে লিখেছিলেন, ‘মাই জলেবি।’ সেই ছবি নিয়ে অনেক চর্চাও হয়। মনে করা হয়, সুশান্ত তখনই রিয়ার সঙ্গে সম্পর্কের কথা কার্যত স্বীকার করে নেন।
গত বছর এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছিলেন, ‘এখনই এই বিষয়ে কথা বলার পর্যায়ে আসেনি। সবাই কেন নিশ্চিত না হয়ে এত আলোচনা করছে।’
রিয়াকে সুশান্ত একটি দামি লকেট উপহার দিয়েছিলেন বলেও প্রকাশ হয় খবরে। তবে সম্পর্ক, পরিণতি এসব অধরাই রয়েছে গেল। মাত্র ৩৪ বছর বয়সে সবাইকে স্তব্ধ করে দিয়ে চলে গেলেন সুশান্ত সিং রাজপুত।
তাঁর পরিবার সূত্রে খবর, বিয়ের তোড়জোড় চলছিল সুশান্তের।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন, অভিনেতার এক তুতো ভাই। তিনি জানিয়েছেন, আগামী নভেম্বর মাসে বিয়ে হওয়ার কথা ছিল সুশান্তের। আর সেই কারণে মুম্বই যাওয়ার তোড়জোড়ও শুরু করেছিলেন আত্মীয়রা।
- কামরানের মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক
- রিয়াকে বিয়ে করার তাড়া ছিল সুশান্তের, ‘প্লে বয়’ ইমেজ ঘোচাতে নাকি
- আচমকা স্বাদ চলে যাওয়া, গন্ধ না পাওয়াও করোনার লক্ষণ
- প্রচার-প্রচারণা বন্ধকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ, ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি
- আজ ৬ কোম্পানির বোর্ড সভা
The post রিয়াকে বিয়ে করার তাড়া ছিল সুশান্তের, ‘প্লে বয়’ ইমেজ ঘোচাতে নাকি appeared first on Bangla News Express.
from Bangla News Express https://ift.tt/2B3C5Ml
via IFTTT রিয়াকে বিয়ে করার তাড়া ছিল সুশান্তের, ‘প্লে বয়’ ইমেজ ঘোচাতে নাকি
No comments