১৮১ পাতায় লেখা করোনা রোগীর হাসপাতালের বিল
এই ঘটনায় জীবন ফিরে পেয়েও খুশি নন মাইকেল ফ্লর নামের সেই রোগী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সিয়েটলের ইসাকোয়ায় সুইডিস মেডিকেল সেন্টারে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর রোগীর হাতে ১৮১ পাতায় উল্লেখিত ১ দশমিক ১ মিলিয়ন ডলারের বিল ধরিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ৯ কোটি সাড়ে ১৭ লাখ টাকার বেশি।
সংবাদমাধ্যম দ্য সিয়াটল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইকেল ফ্লর বলেন, সত্যিই মনে হচ্ছে, জীবন ফিরে পেয়ে যেন বড় অপরাধ করেছি।
তার অভিজ্ঞতা জানাতে গিয়ে মাইকেল ফ্লর বলেন, ‘বিল তো নয়, যেন এক মোটা বই। ১৮১ পাতার বিলে পুঙ্খানুপুঙ্খ খরচের খতিয়ান দেওয়া আছে।
বিল শুনে কিছুক্ষণ চোখ বুজে ছিলাম। গোটা দেশের যে কী অবস্থা, বিশেষ করে অর্থনীতি, এই বিলই বুঝিয়ে দিচ্ছে।’
এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আইসিইউ-র প্রতিদিন ভাড়া ছিল ৯ হাজার ৭৩৬ মার্কিন ডলার। টানা ৪২ দিন আইসোলেশন চেম্বারে থাকা দরুন ধার্য করা হয়েছে ৪০,৮৯২ ডলার।
ভেন্টিলেটরে প্রতিদিন খরচ ২ হাজার ৮৩৫ ডলার। স্বাস্থ্য বিমা করা থাকা পুরো বিল তাকে মেটাতে হয়নি। এমনকি কোভিড আক্রান্ত হওয়ায় সরকার থেকে আর্থিক সাহায্য মিলেছে।
- ১৮১ পাতায় লেখা করোনা রোগীর হাসপাতালের বিল
- স্কুলছাত্রী অপহরণ মামলায় কাউন্সিলরপুত্র গ্রেপ্তার
- মঙ্গলবারের মধ্যে জমা দেওয়া হবে গণস্বাস্থ্যের কিটের প্রতিবেদন
- ২ ওয়েব সিরিজের আপত্তিকর দৃশ্য সরাতে আইনি নোটিশ
- ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত চেয়ে লিগ্যাল নোটিশ
The post ১৮১ পাতায় লেখা করোনা রোগীর হাসপাতালের বিল appeared first on Bangla News Express.
from Bangla News Express https://ift.tt/2Y2LOf4
via IFTTT ১৮১ পাতায় লেখা করোনা রোগীর হাসপাতালের বিল
No comments