স্কুলছাত্রী অপহরণ মামলায় কাউন্সিলরপুত্র গ্রেপ্তার
রাজশাহীর বাঘা উপজেলায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে আরাফাত হোসেন অনিক (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে চারঘাট উপজেলার চার রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
আরাফাত হোসেন অনিক বাঘা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসলাম হোসেন সর্দারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অপহৃত ছাত্রী (১৪) বাঘা পৌরসভার চক নারায়ণপুর এলাকার আব্দুল মতিনের মেয়ে ও রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রহমতুল্লাহ উচ্চ বালিকা বিদ্যালয়ের গেট থেকে চার-পাঁচজন বন্ধুসহ তাকে অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের কাউন্সিলরের ছেলে অনিক।
পরে অপহৃত স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অনিককে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
পরে উপপরিদর্শক (এসআই) আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পার্শ্ববর্তী চারঘাট থানার চার রাস্তার মোড় এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পর মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারের পর আজ রোববার অপহৃত ছাত্রীকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলায় অভিযুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’
সূত্র/ আমাদের সময়
- স্কুলছাত্রী অপহরণ মামলায় কাউন্সিলরপুত্র গ্রেপ্তার
- মঙ্গলবারের মধ্যে জমা দেওয়া হবে গণস্বাস্থ্যের কিটের প্রতিবেদন
- ২ ওয়েব সিরিজের আপত্তিকর দৃশ্য সরাতে আইনি নোটিশ
- ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত চেয়ে লিগ্যাল নোটিশ
- ইস্টার্ন হাউজিংয়ের, এনভয় টেক্সটাইলের, দুলামিয়ার মুনাফা কমেছে
The post স্কুলছাত্রী অপহরণ মামলায় কাউন্সিলরপুত্র গ্রেপ্তার appeared first on Bangla News Express.
from Bangla News Express https://ift.tt/2UKbTNJ
via IFTTT স্কুলছাত্রী অপহরণ মামলায় কাউন্সিলরপুত্র গ্রেপ্তার
No comments