Breaking News

জানেন মেসেঞ্জারের রঙ বদলের কারণ?

নতুন রূপে আত্মপ্রকাশ করলো সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক মেসেঞ্জার।

নতুন লোগো আর আপডেট সব ফিচার যুক্ত হয়েছে তাতে। আগের নীল-সাদার বদলে গ্র্যাডিয়েন্ট হিউ কালার দেওয়া হয়েছে। পাশাপাশি থাকছে নীল এবং গোলাপির সংমিশ্রণ।

মেসেঞ্জার ও ইন্সটাগ্রাম একীভূত করার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে ফেসবুক। নতুন এ লোগোটি করা হয়েছে ইন্সটাগ্রামের মতো। তবে লোগোতেই শুধু পরিবর্তন নয়, নতুন ডিজাইনের সঙ্গে নতুন চ্যাট থিম, সেলফি স্টিকার্স এবং ভ্যানিশ মোডও যোগ হচ্ছে। এসব ফিচার ব্যবহারকারীদের দেবে নতুন অভিজ্ঞতা।

মেসেঞ্জারের ভাইস প্রেসিডেন্ট স্ট্যান চাডনোভস্কি বলেন, ‘নতুন লোগো মেসেজিং জগতের ভবিষ্যতকে প্রতিফলিত করছে। নতুন রঙে ফুটে উঠছে আনন্দ। এটি একে অপরের সঙ্গে জুড়ে থাকার বার্তা দিবে।’

মেসেঞ্জারে এসব পরিবর্তনের পাশাপাশি লাভ এবং টাই-ডাই এর মতো নতুন চ্যাট থিম, কাস্টম রিঅ্যাকশনস যোগ করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু ফোনে মেসেঞ্জারের নতুন কিছু ফিচারও এসে গেছে।

জানা গেছে, স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রামে যে সুবিধা পাওয়া যায়, তা এবার ফেসবুক মেসেঞ্জারেও পাওয়া যাবে।

The post জানেন মেসেঞ্জারের রঙ বদলের কারণ? appeared first on Bangla News Express.



from Bangla News Express https://ift.tt/3dFf6pW
via IFTTT জানেন মেসেঞ্জারের রঙ বদলের কারণ?

No comments